জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিশ্চিত হয়েছে। চলতি মাসেই দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি দায়িত্ব গ্রহণের আগে সরকার থেকে পদত্যাগ করবেন, যা খুব শিগগিরই ঘটবে।
তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না। তারা নির্বাচনের প্রাক্কালে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছিল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন শুরু করে এবং জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠিত হয়। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত তাদের সাংগঠনিক কাঠামো বিস্তৃত করছে। মূলত, এই ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে। প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দলের আত্মপ্রকাশ নতুন কিছু নয়। বর্তমান সরকারের আমলেও একাধিক দল গঠিত হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বলে, অধিকাংশ নতুন দল রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনি। এবার ছাত্রদের নেতৃত্বে গঠিত এই দল কতটা কার্যকর হবে, তা নিয়েই চলছে ব্যাপক আলোচনা।
thebgbd.com/AR