ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং এর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী বলে প্রশংসা করেছেন। ওয়াশিংটন থেকে ইসরাইলে ফিরে আসার পর তার মন্ত্রিসভার উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে বিজয়ী সুরে তিনি এ প্রশংসা করেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই সপ্তাহের শুরুতে ট্রাম্প গাজাবাসীদের এই অঞ্চল থেকে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনার কথা ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এর পুনর্নির্মাণের দায়িত্ব নেবে। ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার ফলে কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মোতায়েনকৃত ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। সালাহেদ্দিন রোডের নেতজারিম করিডোর থেকে তাদের ট্যাঙ্কগুলো সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে যানবাহন উভয় দিকেই অবাধে চলাচল করতে পারছে। এএফপির সাংবাদিকরা এলাকায় কোনও সেনা দেখতে পাননি, কারণ গাড়ি, বাস, পিকআপ ট্রাক এবং গাধার গাড়ি রাস্তা ধরে উত্তর ও দক্ষিণে চলাচল করছে।
গাজার বাসিন্দা মাহমুদ আল-সারহি বলেন, ‘ভোর হওয়ার আগে নেতজারিম করিডোরে পৌঁছানোর অর্থ নিশ্চিত মৃত্যু।’ নিকটবর্তী জেইতুন এলাকায় তার নিজ বাড়ি সম্পর্কে তিনি এএফপিকে বলেন, ‘এই প্রথম আমাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িটি দেখলাম। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, এখানে থাকতে পারছি না।’
হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুসারে রোববার নেতজারিম থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা ছিল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববারও নেতজারিমের উত্তরে গাজা সিটিতে ইসরাইলি বাহিনী তিনজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা সতর্কীকরণ গুলি চালিয়েছে এবং সেনাদের কাছে আসা ফিলিস্তিনিদের আঘাত করেছে।
সূত্র: এএফপি
এসজেড