ঢাকা | বঙ্গাব্দ

আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছি: নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছি: নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জুলাই এখনো শেষ হয়নি। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আইনের ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি। 


সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  


নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়ালে দাঁড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশ। ঢাবিকে না বাঁচাতে পারলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। আমরা সামনের দিকে এগোবো ঠিকই, কিন্তু পেছনকে ভুলে যাবো না। বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ, অন‍্যায় অবিচার আক্রমণের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার জন‍্য যাতে পরবর্তীতে অন‍্য কোনো দল অন্যায়ভাবে অতাত করতে না পারে।’


thebgbd.com/NA