ঢাকা | বঙ্গাব্দ

গুয়াতেমালায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়লো বাস, নিহত ৫১

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
  • অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
গুয়াতেমালায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়লো বাস, নিহত ৫১ সংগৃহীত

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন, এছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে যাত্রীবাহী বাসটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


সংস্থার মুখপাত্র মাইনর রুয়ানো জানান, জরুরি পরিষেবার কর্মীরা বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করেছেন এবং গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।


পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।


স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, বাসটি গুয়াতেমালা সিটির উদ্দেশে যাচ্ছিল এবং এল প্রোগ্রেসো বিভাগের সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে ছেড়ে এসেছিল। দুর্ঘটনাটি রাজধানীর উত্তর প্রবেশপথে পুয়েন্তে দে বেলিসে সেতুর কাছে ঘটে, যেখানে বাসটি দূষিত বর্জ্যে ভরা একটি নদীতে পড়ে যায়।


thebgbd.com/NIT