ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকো উপসাগরের নাম বদল!

গুগল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপস ব্যবহারকারীরা ‘আমেরিকা উপসাগর’ দেখতে পাবেন।
  • অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
মেক্সিকো উপসাগরের নাম বদল! গুগল ম্যাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ম্যাপস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেছে গুগল কর্তৃপক্ষ। সান ফ্রান্সিসকো থেকে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


প্রযুক্তি জায়ান্টটি এক ব্লগ পোস্টে লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পাবেন। যেমনটি অন্যান্য বিতর্কিত স্থানের ক্ষেত্রে দেখা যায়। এক পোস্টে গুগল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপস ব্যবহারকারীরা ‘আমেরিকা উপসাগর’ দেখতে পাবেন এবং মেক্সিকোর লোকেরা ‘মেক্সিকো উপসাগর’ দেখতে পাবেন। বাকি সবাই উভয় নামই দেখতে পাবেন।


গুগল  আরো জানিয়েছে, এই পরিবর্তনটি ভৌগোলিক নাম ও তথ্য ব্যবস্থারের মাধ্যমে মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণ অনুসরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ক্ষমতা গ্রহণের পর, ট্রাম্প কেবল মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নামটি তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে ফিরিয়ে আনার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।


২০১৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে আলাস্কা পর্বতকে ডেনালি হিসেবে স্বীকৃতি দেন। যা আলাস্কার আদিবাসীরা শতাব্দী ধরে ব্যবহার করে আসছে। নাম পরিবর্তনের ফলে ট্রাম্প আলাস্কার আদিবাসী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন। যারা দীর্ঘদিন ধরে ডেনালি নাম বজায় রাখার পক্ষে ছিলেন।


সূত্র: এএফপি


এসজেড