ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা আব্বাস

মির্জা আব্বাস জানিয়েছেন, মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা আব্বাস ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছেন।


সোমবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন বলে জানান মির্জা আব্বাস।


তিনি বলেন, "আমরা আশা করি, যদি কোনো চক্রান্ত না হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশের জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিতে পারবেন, যা গত ১৫ বছর সম্ভব হয়নি। এটি ঈদের আনন্দের মতো দেশের মানুষের জন্য সুখবর।"


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি আরও বলেন, "সংস্কার নিয়ে একদল মানুষ পাগল হয়ে গেছে। এটি একটি চলমান প্রক্রিয়া, তবে যা করার তা করে ফেলতে হবে, শুধু ঘোষণা দিয়ে কোনো কাজ হয় না।"


তিনি স্থানীয় সরকারের নির্বাচন বিষয়ে সতর্ক করে বলেন, "সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকতে হবে।"


Thebgbd.com/NA