ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন আয়োজনে ৬০০০ কোটি টাকা চেয়েছে ইসি

তবে বর্তমান ঘাটতির পরিমাণ ৫,৮৫৩ কোটি টাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
নির্বাচন আয়োজনে ৬০০০ কোটি টাকা চেয়েছে ইসি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) মোট ৫ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২,৮০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।


আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, আগামী ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য এ বরাদ্দ চাওয়া হয়েছে। তবে বর্তমান ঘাটতির পরিমাণ ৫,৮৫৩ কোটি টাকা বলে তিনি উল্লেখ করেন।


এছাড়া, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২,৮২৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭২৪ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।


তিনি জানান, জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২,৮০০ কোটি টাকা চাওয়া হলেও বাস্তব প্রেক্ষাপটের ওপর নির্ভর করে এই বাজেট কমতে বা বাড়তে পারে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত পরিসংখ্যান নির্ধারিত হবে।


এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রায় ২,৩০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল।




thebgbd.com/AR