ঢাকা | বঙ্গাব্দ

চলতি বছরই বাংলাদেশে আসতে পারে স্টারলিংক ইন্টারনেট

  • অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
চলতি বছরই বাংলাদেশে আসতে পারে স্টারলিংক ইন্টারনেট ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার অন্যতম কম জনসংখ্যার দেশ ভুটানে এরই মধ্যে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। স্পেসএক্স প্রধান সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন।


স্টারলিংক বলছে, তারা আকাশ, স্থল ও সমুদ্রে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।


গত ১১ ফেব্রুয়ারি ইলন মাস্ক এক্সের এক পোস্টে জানিয়েছিলেন, স্টারলিংক এখন ভুটানেও পাওয়া যাচ্ছে।


একই দিন আপডেট করা হয়েছে স্টারলিংকের সেবা প্রাপ্যতার মানচিত্রও। তারা জানিয়েছে, এখন থেকে ভুটানের ব্যবহারকারীরা সেবাটি ব্যবহার করতে পারবেন। ভুটানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে এরই মধ্যে সেবাটি চালু রয়েছে।


ভারতীয় মিডিয়া দ্য হিন্দু জানায়, ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। আর মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হতে পারে, তাও অনিশ্চিত। যদিও এ বছরই বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।


মূলত স্টারলিংকের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হবে, যা আগামী কয়েক বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


thebgbd.com/NIT