ঢাকা | বঙ্গাব্দ

স্বৈরাচারী সরকারের আমলে ভিক্ষুককেও চাঁদা দিতে হয়েছে: জামায়াত আমির

স্বৈরাচারী সরকারের চাঁদাবাজি থেকে ভিক্ষুক পর্যন্ত রক্ষা পাননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
স্বৈরাচারী সরকারের আমলে ভিক্ষুককেও চাঁদা দিতে হয়েছে: জামায়াত আমির ছবি : সংগৃহীত।

স্বৈরাচারী সরকারের চাঁদাবাজি থেকে ভিক্ষুক পর্যন্ত রক্ষা পাননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দীর্ঘ ২৫ বছর পর নরসিংদী সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, প্রতি ধাপে ধাপে স্বৈরাচারী সরকারকে চাঁদা দিতে হতো। ভিক্ষুক থেকে শুরু করে কেউ ছাড় পায়নি তাদের শোষণ-নিপীড়ন থেকে। জুলাই আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ভোটার সংশোধন করতে হবে। ভুয়া ভোটারদের বাদ দিতে হবে, নতুনদের যুক্ত করতে হবে।


‘জামায়াত বাংলাদেশের সবচেয়ে মজলুম দল’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একমাত্র দল যার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দলকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখনো নিবন্ধন ফিরে পাইনি। স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াতে ইসলামীকে স্পর্শ করেনি। কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট করেছে। জামায়াতের কারো বিরুদ্ধে সেই অভিযোগ নেই।


ফলে, দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারকে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।


thebgbd.com/NA