ঢাকা | বঙ্গাব্দ

গুয়েতেমালায় পালানো কয়েকশ মেক্সিকান ফিরেছেন

জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস থেকে শিশু এবং বয়স্ক সহ প্রায় ৬শ’ মেক্সিকান সীমান্ত অতিক্রম করে।
  • অনলাইন ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
গুয়েতেমালায় পালানো কয়েকশ মেক্সিকান ফিরেছেন দুই দেশের অরক্ষিত সীমান্তের সুবিধা নেয় মেক্সিকানরা।

গুয়েতেমালায় পালিয়ে যাওয়া কয়েকশ’ মেক্সিকান নিজ দেশে ফিরেছেন। মাদক চোরাকারবারিদের পারস্পরিক সহিংসতার কারণে গত বছর প্রতিবেশী দেশটিতে তারা পালাতে বাধ্য হন। গুয়েতেমালা কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। গুয়াতেমালা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।


অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের মধ্যে জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস থেকে শিশু এবং বয়স্ক সহ প্রায় ৬শ’ মেক্সিকান সীমান্ত অতিক্রম করে। গুয়াতেমালার ইনস্টিটিউট অফ মাইগ্রেশন এক বিবৃতিতে জানায়, ‘মেক্সিকান কর্তৃপক্ষের এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কারণে তাদের দেশে ফেরা সম্ভব হয়েছে।’ এতে আরো বলা, মানবিক কারণে দুইজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু সেখানেই থাকবে বলেও জানানো হয়েছে।


চিয়াপাস তার ঘন জঙ্গল, আদিবাসী সম্প্রদায় এবং প্রাচীন মায়ান ধ্বংসাবশেষের জন্য পর্যটকদের আকর্ষণ করে। তবে এটি মাদক এবং মানব পাচারকারীদের রুট নিয়ন্ত্রণের জন্য লড়াইরত গ্যাংগুলোর মধ্যে মাঝে মাঝে তীব্র যুদ্ধে জড়িয়ে পড়ে। গত জুনে, চিয়াপাসে মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়। যার মধ্যে বেশ কয়েকজন গুয়াতেমালানও ছিলেন। 


সূত্র: এএফপি


এসজেড