ঢাকা | বঙ্গাব্দ

জনপ্রশাসনের সাবেক মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জনপ্রশাসনের সাবেক মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।


মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক অভিযোগে তিনটি মামলা রয়েছে।


এলাকাবাসী ও প্রশাসনের অনেকেই এতদিন ধরে মনে করতেন, সরকার পতনের পরপরই মোনালিসা কানাডায় পালিয়ে গেছেন। এমন তথ্য মন্ত্রীর পরিবার ছড়িয়ে দিলেও বাস্তবে তিনি গোপনে দেশে অবস্থান করছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, মোনালিসা মেহেরপুরে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাশিয়ায় পাচার করেছেন এবং এই অবৈধ কার্যক্রম চালানোর জন্য তিনি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন তার স্ত্রীকে ব্যবহার করে সারা দেশে টেন্ডার, বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করেছেন।


মোনালিসার অনিয়ম-দুর্নীতি সম্পর্কে তথ্য ফাঁস করেছেন তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। এক অডিও সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার ভাইয়ের দুর্নীতির কারণেই আমাদের পুরো পরিবার বিপর্যস্ত। আমরা ঘরছাড়া, পালিয়ে বেড়াচ্ছি এবং মামলার আসামি হয়েছি।"


তিনি আরও বলেন, "মোনালিসা পুলিশ প্রশাসনের সহায়তায় ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। ক্ষমতা হারানোর পর মামলা থেকে বাঁচতে তিনি ৫০ কোটি টাকা ঘুষ দিয়েছেন। স্ত্রীই আমার ভাইকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।"


thebgbd.com/NA