ম্যাচটা জিতলেই শিরোপা নিশ্চিত অনেকটাই। অন্যদিকে আর্জেন্টিনাকে জিততে হতো বড় ব্যবধানে। চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল নিজেদের সমীকরণ মেলাতে পারলেও আর্জেন্টিনা পারিনি। বরং প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে দর্শক হয়েই দেখতে হয়েছে ব্রাজিলের শিরোপা উদযাপন।
অথচ টুর্নামেন্টের শুরুটা ব্রাজিলের যুবারা করেছিল আর্জেন্টিনা যুবাদের কাছে ছয় গোল খেয়ে। সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।
চিলির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল কয়েক ঘণ্টা আগেই। তাতে মাঠে নামার আগেই চাপে পড়ে আর্জেন্টিনা। শিরোপা জিততে আর্জেন্টিনার জন্য ভরসা ছিল কেবল গোল ব্যবধান। চার গোলের নিচে জয় পেলেও তাদের লাভ হতো না সে অর্থে। সেই চাপেই কিনা আর্জেন্টিনা যুবারা ম্যাচে পিছিয়ে পড়ে ৩০ মিনিটের মাথায়।
বিরতির পর ফের গোল হজম করে তারা। তিয়াগো ইসায়াসের গোলে ২-০ তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আক্রমণের ধার বাড়িয়ে অবশ্য ৬৭ মিনিটের মাঝে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্টিনা। জোড়া গোল ক্যারিজোর। কিন্তু সেখান থেকে শিরোপার দৌড়ে আর্জেন্টাইন যুবারা নিজেদের আর এগিয়ে নিতে পারেনি। উল্টো ডিয়েগো লিওনের ৮২ মিনিটের গোল নিশ্চিত করে ব্রাজিলের শিরোপা।
অন্যদিকে ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রোববার রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।
thebgbd.com/AR