ঢাকা | বঙ্গাব্দ

জেরুজালেমে নেতানিয়াহু-রুবিও বৈঠক

যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জেরুজালেমে নেতানিয়াহু-রুবিও বৈঠক মার্কো রুবিও

জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সর্বশেষ জিম্মি-বন্দী বিনিময়ের কয়েক ঘন্টা পর তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক হিসেবে এই অঞ্চলে তার প্রথম সফর এটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার রাতে ইসরায়েলে পৌঁছেছেন। রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব, যা ব্যাপকভাবে নিন্দিত হয়েছে, সেই প্রস্তাবকে রুবিও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। 


এই পরিকল্পনায় ইসরায়েল এবং ফিলিস্তিনি হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলটিকে ’মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের কল্পনা করা হয়েছে। নেতানিয়াহু তার সাম্প্রতিক হোয়াইট হাউস সফরের সময় এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্ব নেতারা এটি প্রত্যাখ্যান করেছেন। 


ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বিনিময়ে হামাস গাজায় তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এর কয়েক ঘন্টা পরেই রুবিও তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন। 


যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। রুবিও ইসরাইল সফর শেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সোমবার তার সৌদি আরব সফরের আলোচনা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ রিয়াদ ট্রাম্পের আঞ্চলিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।  


সূত্র: এএফপি


এসজেড