ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি প্রত্যাহার লেবানন সরকারের দায়িত্ব

ইসরায়েলকে প্রত্যাহার করতে বাধ্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো লেবানন রাষ্ট্রের দায়িত্ব।
  • অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
ইসরায়েলি প্রত্যাহার লেবানন সরকারের দায়িত্ব লেবাননে ইসরায়েলি হামলা।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম রোববার বলেছেন, যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ইসরাইল দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।


ওয়াশিংটনের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর জেরুজালেম থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রতি হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানালে সাম্প্রতিক পরিস্থিতির সৃষ্টি হয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ সীমান্তবর্তী শহর হুলাতে বাসিন্দাদের প্রবেশ পথে গুলি চালালে এক নারী নিহত হয়।


ইরানি ফ্লাইট বন্ধ করার সরকারের সিদ্ধান্তের পর এই সপ্তাহে বৈরুতে ইরানি বিমান অবতরণে বাধা দিলে লেবাননে বিক্ষোভ শুরু হয় এবং হিজবুল্লাহ সমর্থকদের সহিংস বিক্ষোভে বৈরুত বিমানবন্দরের কাছে জাতিসংঘের একটি কনভয় আক্রমণের ঘটনায় দুই শান্তিরক্ষী আহত হন। এনএনএ রোববার পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তিনটি খবর ও জানায়।


ইসরায়েল জানায়, তারা লেবাননে রকেট লঞ্চারসহ অস্ত্র মজুদকারী হিজবুল্লাহ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, তবে কোথায় তা নির্দিষ্ট করে বলেনি।


হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে, এর কোনও অজুহাত নেই।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে প্রত্যাহার করতে বাধ্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো লেবানন রাষ্ট্রের দায়িত্ব।’ কাসেম আগামী রোববার নাসরুল্লাহর স্মরণ সভায় ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।


কাসেম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো হয়েছে, ‘ইরানি বিমান অবতরণ করলে ইসরাইল বৈরুত বিমানবন্দরের রানওয়েতে হামলা চালাবে।’ হিজবুল্লাহ প্রধান বলেন, লেবাননকে অবশ্যই ইসরায়েলি প্রত্যাহার নিশ্চিত করতে হবে।


ইসরায়েলি সেনাবাহিনী এই সপ্তাহে সতর্ক করেছে, ইরানের কুদস ফোর্স এবং হিজবুল্লাহ লেবানিজ গোষ্ঠীকে পুনরায় অস্ত্র দেওয়ার জন্য অর্থ পাচারের লক্ষ্যে বেসামরিক বিমান ব্যবহার করছে। ইসরায়েল এর আগে হিজবুল্লাহকে ইরানি অস্ত্র পরিবহনের জন্য বৈরুতের বিমানবন্দর ব্যবহার করার অভিযোগ করেছে। তবে এই অভিযোগ গোষ্ঠিটি এবং লেবাননের কর্তৃপক্ষ অস্বীকার করেছে।


সূত্র: এএফপি


এসজেড