ঢাকা | বঙ্গাব্দ

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিলের মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।


চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার কথা ট্রাইব্যুনালকে জানানো হয়েছে। আদালত আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম উপস্থিত ছিলেন।


এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল একই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন।


thebgbd.com/NA