আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে দলের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করেন চেয়ারম্যান প্রকৌশলী ড. বিভূতি রায়।
‘নতুন সমাজ সমৃদ্ধ দেশ, হোক জনগণের বাংলাদেশ’ স্লোগানে দলটির যাত্রা শুরু নিয়ে ড. বিভূতি রায় বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে তাদের এই পথ চলা শুরু। তাছাড়া কয়েক দশক ধরে বাংলাদেশের জনগণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আছে। আমাদের এই দল মানুষের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজনীতি করবে।
নতুন দলটির চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে এমন একটি জাতিতে রূপান্তর করা যেখানে প্রতিটি ব্যক্তির উন্নতি, অংশগ্রহণ এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার সুযোগ থাকবে। এসময় তিনি দলের ১০টি উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন।
দলটির মহাসচিব মাহবুব সুমন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়ন ও একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে সামাজিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে চাই।
thebgbd.com/NIT