ঢাকা | বঙ্গাব্দ

কৃষ্ণাঙ্গদের সুবিধায় ট্রাম্পের কোপ!

কোনও বিশেষ জাতি বা বর্ণের মানুষকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। না মানলে অনুদান বন্ধ করে দেবে মার্কিন শিক্ষা দপ্তর।
  • অনলাইন ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
কৃষ্ণাঙ্গদের সুবিধায় ট্রাম্পের কোপ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজের বৃত্তি, ক্যাম্পাসে কোনও সুযোগ-সুবিধা প্রদান বা ভর্তির ক্ষেত্রে জাতি, বর্ণ ‘বিভাজন’ চলবে না। অর্থাৎ কোনও বিশেষ জাতি বা বর্ণের মানুষকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। না মানলে অনুদান বন্ধ করে দেবে শিক্ষা দপ্তর। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ কার্যকর করার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে এই বিশেষ সুবিধা দেওয়া বন্ধ না হলে অনুদান বন্ধ করে দেবে বলে জানিয়েছে মার্কিন শিক্ষা দফতর। প্রশাসন জানিয়েছে, দেশের শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ করা হয়েছে।


 

১৪ ফেব্রুয়ারি দেশের স্কুলগুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর। একটি বিবৃতিতে শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী সচিব (নাগরিক অধিকার) ক্রেগ টেনর জানিয়েছেন, স্কুল-কলেজে এত দিন কিছু বিশেষ প্রকল্প এবং বৃত্তির ব্যবস্থা ছিল, যা মূলত কৃষ্ণাঙ্গ এবং লাতিন আমেরিকার পড়ুয়াদের সুবিধা দেওয়ার জন্য। এই বৃত্তি এবং প্রকল্প ওই পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করত। 


টেনরের দাবি, এর ফলে দুঃস্থ পরিবার থেকে আসা শ্বেতাঙ্গ এবং এশীয় শিক্ষার্থীরা বঞ্চিত হতেন। তার কথায়, ‘জাতের কারণে কোনও শিক্ষার্থীর জন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ব্যবস্থা করলে তা আইনবিরোধী।’ ২০২৩ সালে সুপ্রিম কোর্টের একটি আদেশের কথাও মনে করিয়েছেন টেনর। ওই নির্দেশে বলা হয়, কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও জাতিকে অগ্রাধিকার দেওয়া হলে তা আইনবিরুদ্ধ। মার্কিন সংবিধানের বিরোধী।


এর পরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা দপ্তর। কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে কোনও জাতিকে বিশেষ সুবিধা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করতেই এই উদ্যোগ। 


বেশ কিছু বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে অনুদান দিত শিক্ষা দপ্তর, তা-ও বন্ধ করা হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, এই ক্ষেত্রে ৬০ কোটি ডলার অনুদান বন্ধ করেছে তারা। সামাজিক ন্যায়, জাতিবিদ্বেষ প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আর অনুদান দেবে না বলে জানিয়েছে ট্রাম্পের প্রশাসন।


সূত্র: স্কাই নিউজ


এসজেড