রাজধানীর উত্তরায় হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে প্রথমে দম্পতি মনে করা হলেও তারা স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন মেহবুলের স্ত্রী শম্পা বেগম।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক লাইভ সাক্ষাৎকারে শম্পা জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে।
শম্পা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আমি হামলার খবর জানতে পারি। আমার স্বামী ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন, কিন্তু ওই রাতে তিনি উত্তরায় কেন গিয়েছিলেন, তা আমি জানি না।"
সাক্ষাৎকার চলাকালে হঠাৎ মেহবুল ফোন করে শম্পাকে বলেন, "তুই মিডিয়াতে থাক, মিডিয়াতে তুই বউ হয়ে আয়।" এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন বলে জানান শম্পা।
এদিকে, ঘটনার পর থেকেই দেশজুড়ে আলোচনা চলছে। উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান আজ এক সংবাদ সম্মেলনে জানান, ওই হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল ও ইপ্তি হামলার শিকার হন। ঘটনার দিনই স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে এবং পরে পুরো চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
thebgbd.com/NA