রমজান মাস উপলক্ষে তেলেঙ্গানা সরকারের মুসলিম কর্মচারীদের ছুটি হবে তাড়াতাড়ি। এমনই নির্দেশিকা দিয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সরকার। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
রেবন্ত সরকার গত শনিবার এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে। তাতে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে সব সরকারি দপ্তর, বোর্ড এবং ‘আউটসোর্সিং’ সংস্থার মুসলিম কর্মী এবং সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মুসলমান শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা চাইলে এক ঘণ্টা আগে বাড়ি যেতে পারেন। সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
‘তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর আবেদনের প্রেক্ষিতেই আগামী ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই জলদি ছুটির ব্যবস্থা চালু থাকবে বলেও জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে। যে মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক, তাদের এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন জানানোর কথা বলেছে রেবন্ত সরকার।
তেলেঙ্গানার বিরোধী দল বিজেপির বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিযোগ তুলেছে, সে রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোটব্যাঙ্কের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছেন। দলের আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্যের প্রশ্ন— নবরাত্রির উপবাসের সময় হিন্দু কর্মচারীরা কেন আগে ছুটি পান না?
সূত্র: এনডিটিভি
এসজেড