অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রমজানে প্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি বাজারে নেই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বাজারে সরবরাহ কমিয়ে দেন, যার ফলে নিত্যপণ্যের দাম বাড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এবারের সরকার বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছে।
সালেহ উদ্দিন আরও জানান, অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজারে নজরদারি বাড়িয়েছে। তেল, চাল, চিনি সহ সব ধরনের পণ্যের আমদানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে রোজার সময় কোনো ঘাটতি না হয়।
thebgbd.com/NA