পৌর শহরের পূর্ব ভবানীপুর শিমের আইল মাঠে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্যদের মধ্যে মনোবল বৃদ্ধি, সদস্যদের উজ্জীবিত করতে এমন প্রাণবন্ত আয়োজন করা হয়।
এতে সদস্যরা ৮ টি দলে বিভক্ত হয়ে টুর্ণামেন্ট টি সফল করে। বিজয়ী দল : জিকরুল এফসি এবং রানার্স আপ থ্রি স্টার এফসি।
বিজয়ী দলের কর্ণধার জিকরুল আলম সংগঠনটির সাংগঠনিক সম্পাদক। বিজয়ী দলের বাকি সদস্যরা হলেন সাইদুর জুনিয়র এবং রুমেন।
রানারআপ দলের কর্ণধার ফাহাদ সংগঠনটির অন্যতম সদস্য এবং বাকি খেলোয়াড়েরা হলেন আলিনুর রহমান,কামরুল ইসলাম ও এক্সট্রা খেলোয়াড় আশিকুর রহমান।
বিজয়ী দলের রুমেন ফাইনালে ২ গোল করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
টুর্নামেন্ট সফল করতে এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ :
প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া,বর্তমান সভাপতি হুমায়ুন কবির,সহ সভাপতি সুলেমান আহমদ,সহ সভাপতি
আমিনুর রহমান হিমেল,সাধারণ সম্পাদক
আলী হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে কথার জাদুতে মনোমুগ্ধকর ধারাভাষ্য দিয়েছেন সংগঠনটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ।
টুর্নামেন্টটি ফেসবুকে লাইভ কাভার করেছেন রাহিম আহমদ।
সংগঠনের অন্যান্য আরও সদস্য মুহিবুর রহমান,মুন্না আহমদ সুমন, সাহেদ, নাদিম,শফিনুর, আলিনুর আহমদ, মারজান, তামিম প্রমূখ... উপস্থিত ছিলেন এতে।