ঢাকা | বঙ্গাব্দ

‘হুমকি’ দিলেন ট্রাম্প

এতদিন ইউক্রেনের প্রধান সহযোদ্ধা ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিপক্ষ রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
‘হুমকি’ দিলেন ট্রাম্প জেলেনস্কি ও ট্রাম্প।

তবে কি বদলে যাচ্ছে শত্রু-মিত্র অক্ষ! এক দিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, অন্য দিকে ইউরোপের বেশির ভাগ দেশ। ইউক্রেন-প্রশ্নে ক্রমশ ফাটল ধরছে পশ্চিমের সম্পর্কে। এত দিন যুদ্ধে ইউক্রেনের প্রধান সহযোদ্ধা ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। চাপ সৃষ্টি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপরে। কখনও মস্কোর সঙ্গে সমঝোতা করতে বলছেন, কখনও জেলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলে আক্রমণ করছেন। এই পরিস্থিতিতে আজ জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ব্রিটেন-ফ্রান্সসহ অন্যান্য দেশ। জেলেনস্কি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনা করেছেন।


স্টারমার বলেন, ‘দেশে যুদ্ধ চলছে বলেই জেলেনস্কিকে নির্বাচন স্থগিত রাখতে হয়েছে। যথেষ্ট যুক্তিযুক্ত কাজ।’ মনে করিয়ে দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটেনকেও একই কাজ করতে হয়েছে। তবে আসন্ন যুক্তরাষ্ট্র-সফরের আগে ট্রাম্পের পুরোপুরি বিরুদ্ধাচরণ করেননি স্টারমার। বলেছেন, ‘আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘমেয়াদি শান্তি আনতে আমরা প্রস্তুত।’ ১৯টি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স ও তার মিত্র দেশগুলি ইউক্রেনের পাশে আছে। যুদ্ধ থামাতে হলে ইউক্রেনের দাবিদাওয়া ও ইউরোপের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।


ট্রাম্প অবশ্য আক্রমণাত্মক কথা বলেই যাচ্ছেন। ট্রুথ সোশালে লিখেছেন, ‘ভেবে দেখুন, একজন মধ্যম মানের কৌতুকাভিনেতা ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ৩৫ হাজার কোটি ডলার ব্যয় করতে বললেন, এমন একটা যুদ্ধ করতে বললেন, যেটা জেতা সম্ভব নয়, যেটা শুরুই হওয়া উচিত ছিল না। আর এখন যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের সাহায্য ছাড়া সমঝোতাও করতে পারবেন না।’ ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্কও করে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ‘যা করার তাড়াতাড়ি করুন। এর পর দেশটারই আর অস্তিত্ব থাকবে না।’


সূত্র: স্কাই নিউজ


এসজেড