ঢাকা | বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে ব্রাজিলে ১২ শিক্ষার্থীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
বাস-ট্রাক সংঘর্ষে ব্রাজিলে ১২ শিক্ষার্থীর মৃত্যু ফাইল ছবি

ব্রাজিলের সাও পাওলোর রিবেইরাও প্রেটো এলাকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কারের শিক্ষার্থীদের বহনকারী বাসটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।


স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।


এদিকে দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করা ট্রাকচালককে আটক করা হয়েছে।


thebgbd.com/NIT