সাড়ে তিন বছর আগে ক্লাব ছাড়লেও বার্সেলোনায় এখনো কদর কমেনি লিওনেল মেসির জার্সির। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর মতে, জার্সি বিক্রিতে বার্সার বর্তমান দলের বেশিরভাগ সদস্যের চেয়েও এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা।
প্রায় সাড়ে তিন বছর আগে বার্সা ছেড়েছেন মেসি। বার্সা থেকে মেসির বিদায়টাও ছিল না খুব একটা সুখকর। বিতর্ক নিয়ে স্পেন ছাড়েন লিও। মাঝে প্যারিস ঘুরে তিনি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এখনও বার্সেলোনায় তার নামাঙ্কিত জার্সির কদর কমেনি।
ভিন্ন ক্লাবে খেললেও এখনও কাতলুনিয়ায় আবেদন কমেনি মেসির জার্সির। সমর্থকদের চাহিদার শীর্ষে এখনও এলএমটেনের আইকনিক ১০ নম্বর জার্সি। ভক্তরা লিওকে ভাবেন বার্সার একজন হিসেবেই। বার্সেলোনায় মেসির জার্সি বিক্রির সংখ্যা এতটাই বেশি যে তা ছাড়িয়ে যায় ক্লাবটির বর্তমান দলের অনেক সদস্যকে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন বলছে, বার্সার জার্সি বিক্রিতে মেসির থেকে এগিয়ে আছেন মাত্র দুই ফুটবলার।
ভিন্ন ক্লাবে খেলায় মেসির নামে কোনো জার্সি বিক্রি করতে পারে না বার্সেলোনা। সমর্থকরা বার্সেলোর স্টোর থেকে নম্বরবিহীন জার্সি কিনে সেখানে বসিয়ে দেন মেসির নাম। কদর কমেনি বার্সার সাবেক খেলোয়াড় নেইমার, ইনিয়েস্তা ও জাভিদের নামাঙ্কিত জার্সিরও। নম্বরবিহীন জার্সি কিনে সাবেক এই ফুটবলারদের নাম বসিয়ে এখনও গায়ে জড়ান সমর্থকরা।
এই মুহূর্তে বার্সার জার্সি বিক্রিতে শীর্ষে আছে দুই ফুটবলারের নাম। রবার্ট লেওয়ানডস্কি ও লামিন ইয়ামাল। বার্সার একাডেমি থেকে উঠে আসা লামিন ইয়ামালকে অনেকেই দেখছেন মেসির উত্তরসূরি হিসেবে।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটির জন্য লড়াই করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। চলতি মৌসুম দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া এগিয়ে আছেন পেদ্রির চেয়ে। আর পাঁচে আছেন লা মাসিয়া থেকে উঠে আসা আরেক ফুটবলার গাভি।
thebgbd.com/NIT