লেখক সালমান রুশদির উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ২৭ বছরের হাদি মাতারকে। যুক্তরাষ্ট্রে আদালতে তার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনও শাস্তি ঘোষণা করা হয়নি। আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালত হাদির শাস্তি শোনাবে। যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হতে পারে।
২০২২ সালে এক অনুষ্ঠানে রুশদির উপর প্রাণঘাতী হামলা চালান নিউ জার্সির বাসিন্দা হাদি। মঞ্চে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান রুশদিকে। ছুরির আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েন বুকারজয়ী ব্রিটিশ লেখক। বেশ কিছু দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখে দৃষ্টি হারিয়েছেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও।
রুশদির উপর হামলাকারী দীর্ঘ দিন মার্কিন কারাগারে বন্দি ছিলেন। চলতি মাসে বিচারপ্রক্রিয়া শুরু হয় নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে। যেখানে রুশদির উপর হামলা হয়, তার থেকে এই আদালত খুব বেশি দূরে নয়। রুশদিকে আক্রমণ, তাকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাদি। এ ছাড়া, মঞ্চে সে দিন রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। তাকেও আঘাত করেন যুবক। সেই অভিযোগও প্রমাণিত। ফলে সশস্ত্র হামলার অভিযোগেও হাদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মার্কিন আইন অনুযায়ী, এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৩০ বছর বা বেশি জেল হতে পারে।
সূত্র: স্কাই নিউজ
এসজেড