দেশের নতুন ভিত্তি গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে, শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই স্বৈরশাসনের পতন হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সাংবাদিক মাহফুজ উল্লাহকে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেকেই সাংবাদিক নেতা হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে সাংবাদিকদের কল্যাণে কতটুকু অবদান রেখেছেন, তা জাতি দেখেছে। মাহফুজ উল্লাহ ছিলেন ব্যতিক্রম—তিনি বুদ্ধিবৃত্তিক চর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
thebgbd.com/NIT