রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে গুলশান, মহাখালী, মতিঝিল, মানিক মিয়া এভিনিউ ও যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।
চেকপোস্টে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও মাইক্রোবাস থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি সড়কে চলাচলকারী ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান মধ্যরাতে অভিযান পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি জানান, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ প্রতিরোধে গ্রেফতার অভিযান আরও তীব্র করা হয়েছে।
জনগণকে অপরাধ সম্পর্কিত তথ্য দিতে উৎসাহিত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
thebgbd.com/NA