ঢাকা | বঙ্গাব্দ

সরকার থেকে পদত্যাগের খবর সঠিক নয়: নাহিদ ইসলাম

একটি ভিডিওর জেরে ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
সরকার থেকে পদত্যাগের খবর সঠিক নয়: নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত

একটি ভিডিওর জেরে ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ খবর চাউর হয়। তবে পদত্যাগের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নিজেই। 


এছাড়া নাহিদ ইসলাম যে সরকার থেকে পদত্যাগ করেননি, তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই তথ্য দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।


এর আগে, গত মঙ্গলবার নাহিদ ইসলাম জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপর আজ সন্ধ্যায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরকারি পতাকাসহ একটি গাড়ি পতাকাছাড়া বের হচ্ছে। এরপরই কানাঘুষো শুরু হয়, পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। 


তবে এই খবর বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের অবস্থান জানিয়ে দেন তথ্য উপদেষ্টা।



thebgbd.com/NA