ঢাকা | বঙ্গাব্দ

ম্যান সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল

ইতিহাদ স্টেডিয়ামে রোববার (২৩ ফেব্রুয়ারি) লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ম্যান সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল ইতিহাদ স্টেডিয়ামে সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ঘরের মাঠে লিভারপুলের কাছে পাত্তাই পেল না প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোববার (২৩ ফেব্রুয়ারি) লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা। লিভারপুলের হয়ে দুইটি গোল করেছেন সালাহ ও সোবোসালাই।


আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে ১৪তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ম্যাক আলিস্টেরের কর্নারে কাছের পোস্টে খুঁজে নিলেন সোবোসলাইকে। তার ফ্লিকে পেনাল্টি স্পটের কাছ বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন মোহাম্মদ সালাহ। চলতি আসের এটি সালাহর ২৫তম গোল।


৩০তম মিনিটে জালে বল পাঠান ওমার মার্মাউশ। তবে সিটির এই ফরোয়ার্ড অফসাইডে থাকায় মেলেনি গোল। সাত মিনিট পর ব্যবধান ২-০ করে লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন সোবোসলাই।


দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। তবে গোলমুখে হলান্ডের অভাব ভালোভাবেই টের পায় তারা।


প্রতি-আক্রমণে মন দেয়া লিভারপুল ৫৬তম মিনিটে বল জালে পাঠায়। তবে কার্টিস জোন্স অফসাইডে থাকায় মেলেনি গোল। শেষ পর্যন্ত দুই দলই আর গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।


২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল। সমান ম্যাচে অষ্টম হারের পর চতুর্থ স্থানেই আছে সিটি।


thebgbd.com/NIT