ফ্রান্সে রুশ দূতাবাসে হামলা হয়েছে। সোমবার মার্সেই শহরে ওই দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি কেউই। পরে জানা যায়, কেউ বা কারা দূতাবাসের বাগানে ‘মলটোভ ককটেল’ (বিস্ফোরক) ছুড়ে পালিয়ে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাস্থল থেকে দিন কয়েক আগে চুরি যাওয়া একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই গাড়িতে চেপেই হামলাকারীরা এসেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্সেইতে রুশ দূতাবাসে হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ ব্যাপারে উদ্বেগপ্রকাশ করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের প্রশাসন জানিয়েছে, তারা এ ব্যাপারে ফ্রান্স প্রশাসনের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে তদন্তের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও জানানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। যদিও তারা প্রাথমিক ভাবে হামলার কথা স্বীকার করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীও। দূতাবাসে সাধারণত উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেই নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কী ভাবে হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্র: রয়টার্স
এসজেড