ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় অভিবাসীদের ভিসা বাতিল করছে কানাডা

সীমান্ত কর্মকর্তাদের ‘অস্থায়ী আবাসিক ভিসা’ বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার ।
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতীয় অভিবাসীদের ভিসা বাতিল করছে কানাডা কানাডায় পড়তে আসা ভারতীয়।

খালিস্তানি বিতর্কের পর এবার ভিসা বাতিলের পদক্ষেপ। ভারত ও কানাডার সংঘাতের আরও একটি নতুন বিন্দু। সে দেশে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লক্ষ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে চলেছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টু’ডের।


৩১ জানুয়ারি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে কানাডা সরকার। এর অন্যতম সীমান্ত কর্মকর্তাদের ‘অস্থায়ী আবাসিক ভিসা’ বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। ফলে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাওয়া শিক্ষার্থীরা সমস্যার মুখে পড়তে চলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে বর্তমানে কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৭ হাজার!


২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় নিহত হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জর। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন, এই হত্যায় নয়াদিল্লির হাত রয়েছে। ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করলেও ট্রুডো বক্তব্যে অনড় ছিলেন। এরপরই দু’দেশের সম্পর্কে চিড় ধরে। কানাডা সরকার কয়েকজন ভারতীয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেন। কূটনৈতিক স্নায়ুযুদ্ধের আবহে সে বছরের অক্টোবরে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরাতে বাধ্য হয় কানাডা সরকার। ভারতে অবস্থিত কানাডার দূতাবাস আর কনসুলেটগুলি থেকে সরিয়ে নেওয়া হয় দুই-তৃতীয়াংশ কর্মীও। এরপর থেকে ভারতীয় কর্মী এবং শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ নিম্নমুখী। এবার তা আরও কমার সম্ভাবনা তৈরি হল।


সূত্র: এনডিটিভি


এসজেড