ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা লাক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা লাক গ্রেপ্তার সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


লাক মিয়া আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

 

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান বলেন, 'গোপনে খবর আসে লাক ওই রাস্তা দিয়ে তার বাড়ি আড়াইহাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ওই সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।' 


তিনি জানান, লাকের বিরুদ্ধে টাকা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।


তা ছাড়া নিরীহ মানুষের জমি দখল করার অসংখ্য অভিযোগ রয়েছে।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, 'সার্কেল স্যার তাকে আটক করার পর আমরা পুলিশ পাঠিয়ে আড়াইহাজার থানায় নিয়ে আসি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


thebgbd.com/NIT