আর মাত্র ৪০ মিটার। তার পরই পৌঁছোনো যাবে তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে। কিন্তু এই ৪০ মিটার দূরত্ব পেরোতে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। এই ৪০ মিটারের বাধা কী ভাবে সরানো যায় তা নিয়েই নানা পরিকল্পনা চলেছে। ওই বাধা সরাতে ভারী যন্ত্রাংশও নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সুড়ঙ্গের ভিতর থেকে পাম্পের সাহায্যে পানি বার করার কাজও চলছে। কিন্তু এই বাধা কত ক্ষণে সরাতে পারা যাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
উদ্ধারকারীদের একাংশ জানাচ্ছেন, এতটা কাছে পৌঁছে হঠকারী কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। পদক্ষেপে একটু ভুলচুক হলেই পরিস্থিতি বিগড়ে যেতে পারে। তাই খুব সাবধানি পদক্ষেপ করতে হচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু ঘটনার পর ৮০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে, আটক আট শ্রমিকদের কাউকেই এখনও উদ্ধার করা যায়নি।
ঘটনার দিন সুড়ঙ্গে কর্মরত এক শ্রমিক নির্মল সাহু জানিয়েছেন, সুড়ঙ্গে কাজ করার সময় আচমকা পানি ঢুকতে শুরু করে। সেই পানির সঙ্গে মাটি আসায় পরিস্থিতি আরও বিগড়ে যায়। তারা কয়েক জন সুড়ঙ্গমুখের কয়েক কিলোমিটারের মধ্যে ছিলেন। বিপদ আঁচ করে বেরিয়ে আসা শুরু করেন। যে আট শ্রমিক আটকে পড়েছেন, তারা তাঁদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তারা বিপদ আঁচ করে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু পর পর দু’টি ধস নামায় আটকে পড়েন।
আরও এক শ্রমিক জানান, হঠাৎ জোর একটি আওয়াজ শুনতে পান তারা। তখন দেখেন বিশাল জলের তোড় সুড়ঙ্গের দিকে ধেয়ে আসছে। আওয়াজ শুনের সুড়ঙ্গমুখের দিকে ছুটতে শুরু করেন কয়েক জন। কপালজোরে কয়েক জন বেঁচে ফিরলেও ওই আট জন শ্রমিক আটকে পড়েন। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সুড়ঙ্গের একাংশে ধস নেমে আটকে পড়েন আট শ্রমিক। তাঁদের উদ্ধারে শনিবার থেকেই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু উদ্ধারে প্রতি মুহূর্তে বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।
সূত্র: এনডিটিভি
এসজেড