পার্থক্যটা আগে থেকেই বড় ছিল। আজ আর্সেনালের সামনে তা কমানোর সুযোগ ছিল, কিন্তু তারা সেটি কাজে লাগাতে পারেনি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করেছে আর্সেনাল, আর নিউক্যাসলকে হারিয়ে লিভারপুল আরও এগিয়ে গেছে। ফলে, ১০ ম্যাচ বাকি থাকতে টেবিলের দুই নম্বরে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল আর্নে স্লটের দল।
লিভারপুল ২-০ নিউক্যাসল
আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারানো লিভারপুল টানা ২৪তম ম্যাচে অপরাজিতর তকমা ধরে রেখে আজ নিউক্যাসলের বিপক্ষে জয় তুলে নিয়েছে। ডমিনিক ও ম্যাক অ্যালিস্টারের গোলে ২-০ ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৭, স্থান অবশ্যই টেবিলের শীর্ষে। এক ম্যাচ খেলা আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে, ৪৮ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম।
আর্সেনাল ০-০ নটিংহ্যাম
কয়েক মৌসুম ধরেই শুরুর দিকে দারুণ খেলা আর্সেনাল শেষদিকে খেই হারিয়ে ফেলছে। এবারও অনেকটা তা-ই হচ্ছে। প্রথম দিকে শিরোপার দৌড়ে আগেভাগে থাকা দলটি এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। লিভারপুলের ফর্ম বিবেচনায় কেউ কেউ যদি তাদের সেই দৌড়ে নাও রাখে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। লিভারপুল যেখানে রীতিমতো হারতে ভুলে গেছে, সেখানে আর্সেনাল আজ গোলশূন্য ড্র করেছে নটিংহ্যামের সঙ্গে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে আগের ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছিল, তার আগে এই ওয়েস্ট হ্যামের কাছেই হেরেছিল ১-০ গোলে। অর্থাৎ তিন ম্যাচে ৭ পয়েন্ট ড্রপ করল মিকেল আর্টেটার শিষ্যরা।
ম্যানচেস্টার সিটি ১-০ টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ ইপ্সউইচ
দুই ম্যানচেস্টার আজ পেয়েছে কষ্টার্জিত জয়, সিটি টটেনহ্যামের মাঠে ১-০ গোলে আর ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে ৩-২ গোলে। ৪৭ পয়েন্ট নিয়ে সিটির স্থান চারে হলেও ৩৩ পয়েন্টওয়ালা রুবেন আমোরিমের শিষ্যদের স্থান ১৪ নম্বরে।
এভারটন ১-১ ব্রেন্টফোর্ড
ব্রেন্টফোর্ড ও এভারটনের জি-টেক কমিউনিটি স্টেডিয়ামের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
thebgbd.com/NIT