আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ করা হবে।
দলটি প্রকাশ্যে আসার আগে থেকেই নানা জল্পনা-কল্পনা চলছিল—এর নেতৃত্বে কারা থাকবেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে জানা গেল, দলের শীর্ষ পদে কারা আসীন হচ্ছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হচ্ছেন। আখতার হোসেন পাচ্ছেন সদস্য সচিবের দায়িত্ব। এছাড়া, সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) হিসেবে মনোনীত করা হয়েছে।
দলের মুখ্য সমন্বয়ক করা হয়েছে নাসির আবদুল্লাহকে, আর যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পাচ্ছেন হান্নান মাসউদ।
এছাড়া, নতুন রাজনৈতিক দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সালেহ উদ্দিন রিফাত।
আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণার পর দলটির রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
thebgbd.com/NIT