ঢাকা | বঙ্গাব্দ

দেশব্যাপী ধর্মঘটের ডাক গিনি-বিসাউয়ে

দেশটিতে এক বিতর্কিত নির্বাচনের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট এমবালো পাঁচ বছরের মেয়াদে শপথ গ্রহণ করেন।
  • অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
দেশব্যাপী ধর্মঘটের ডাক গিনি-বিসাউয়ে গিনি-বিসাউ

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে গিনি-বিসাউয়ের বিরোধী দল। তারা ঘোষণা করেছে, এই ঘোষণার মধ্য দিয়ে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোর শাষণ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। দেশটির রাজধানী বিসাউ থেকে এএফপি এ খবর জানায়।


পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশটিতে এক বিতর্কিত নির্বাচনের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এমবালো পাঁচ বছরের মেয়াদে শপথ গ্রহণ করেন। নির্বাচন কেবল নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তিনি রোববার ঘোষণা দেন।


তবে, সাবেক প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিরোধী জোটের পক্ষে এক বক্তৃতায় বলেন, ‘জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সমস্ত বাজার, দোকান এবং অফিস বন্ধ থাকবে।’ জোট নেতাদের বৈঠকের পর শত শত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দেশকে সম্পূর্ণ অচল করে দেওয়ার আহ্বান জানাই।’


বিরোধীরা জোর দিয়ে বলেছে, এমবালোর মেয়াদ ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, কিন্তু সেই তারিখের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক সপ্তাহের জন্য সমাবেশ নিষিদ্ধ করেছে। বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বোচে ক্যান্ডে বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইন অনুসারে প্রদত্ত আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।’


ইকোনোমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএস) এর একটি উচ্চ পর্যায়ের মিশন এই সপ্তাহের শুরুতে রাজনৈতিক সংলাপের চেষ্টায় বেশ ক’টি দলের নেতাদের সঙ্গে দেখা করে। তবে আশানরূপ ফল পাওয়া যায়নি।


সূত্র: এএফপি


এসজেড