তাইওয়ানের সমুদ্র এবং আকাশ সীমানায় নতুন করে যুদ্ধ মহড়া শুরু করেছে চীনের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)। চীনা সেনার ইস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমানবাহিনীর মহড়া।
সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে ওই এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে তাইওয়ানও। ফলে প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বিমানবাহী ক্যারিয়ার, ডেস্ট্রয়ারসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং অন্তত ৪৫টি যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে চীন। বিবৃতিতে বলা হয়েছে, ‘বেইজিংয়ের এই একতরফা পদক্ষেপে বাণিজ্যিক বিমান ও জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে।’
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ফেব্রুয়ারির শুরুতে মার্কিন সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দু’টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকে। তারপর থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। বস্তুত, গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর বেইজিং বিরোধী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে।
চীনের দাবি, তাইওয়ান তাদেরই দেশের ‘বিদ্রোহী ভূখণ্ড’। প্রয়োজনে বলপ্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি প্রকাশ্যে তাইওয়ানকে ‘চীনের অন্তর্ভুক্ত’ করারও হুঁশিয়ারি দেন।
সূত্র: এএফপি
এসজেড