ঢাকা | বঙ্গাব্দ

কেরালায় ঘাটি গড়ছে তৃণমূল

রাজ্যে কংগ্রেসের সমন্বয়কারী পি ভি আনোয়ারের উপস্থিতিতে এনডিএ থেকে বেরিয়ে তৃণমূলে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হয়।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
কেরালায় ঘাটি গড়ছে তৃণমূল প্রসারিত হচ্ছে তৃণমূল।

কেরালায় ধীরে ধীরে পরিচয় বাড়ানোর পথে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কেরালা কংগ্রেস (গণতান্ত্রিক) চেয়ারম্যান সাজি মাঞ্জাকদম্বিল এবং তার অনুসারীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। দলের রাজ্য সমন্বয়কারী পি ভি আনোয়ারের উপস্থিতিতে এনডিএ থেকে এই গোষ্ঠীর বেরিয়ে যাওয়া এবং তৃণমূলে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হয়।


এই সিদ্ধান্তের ব্যাখ্যা করে মাঞ্জাকদম্বিল আগামী এপ্রিলে কোট্টায়ামে একটি সম্মেলন আয়োজনের কথাও জানিয়েছেন। এই পদক্ষেপের কারণ হিসাবে এনডিএ-র ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি অবিরাম অবহেলা’-র কথা উল্লেখ করেছেন তিনি। এই নেতা বলেন, ‘আমাদের এনডিএতে অন্তর্ভুক্ত করা হলেও আজ পর্যন্ত জোটের কোনও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।’ গত বছর এপ্রিলে কেরালা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কেরালা কংগ্রেস (গণতান্ত্রিক) গঠন করেন মাঞ্জাকদম্বিল।


সূত্র: পিটিআই


এসজেড