কিছুক্ষণ পরেই দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার আগে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। নানা স্লোগানে মঞ্চের আশেপাশে জমে উঠেছে ছাত্র-জনতা।
এনসিপির অভিষেক সমাবেশে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। ভ্যাটিকান সিটি এবং পাকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন। এছাড়া, সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সেক্রেটারি আব্দুল কাদের এবং লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান।
বিএনপির শীর্ষ দুই নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীও সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে, নতুন রাজনৈতিক দল এনসিপি’র ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। তারা নানা স্লোগান দিয়ে উপস্থিত হচ্ছেন, যেমন "আবু সাঈদ-মুগ্ধ", "শেষ হয়নি যুদ্ধ", "ক্ষমতা না জনতা", "জনতা-জনতা" ইত্যাদি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসা লোকজনের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এলাকা জুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
খুলনা থেকে আগত আফনান হোসাইন বলেন, "ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, আজ থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। এখন থেকে সবাই বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। রাজনীতিকে অপব্যবহারের সুযোগ আর এদেশে তৈরি হবে না। আশা করি, নতুন রাজনৈতিক দল এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।"
thebgbd.com/NIT