ঢাকা | বঙ্গাব্দ

দেখা গেছে চাঁদ, পবিত্র রমজান শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
দেখা গেছে চাঁদ, পবিত্র রমজান শুরু ছবি : সংগৃহীত

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে রোজা, আর আজ রাতে অনুষ্ঠিত হবে প্রথম তারাবির নামাজ।  


আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  


রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জোহরের নামাজের জন্য বেলা ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত বিরতি থাকবে।  


গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সময়সূচি চূড়ান্ত করা হয়, যা সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার থাকবে।  


এদিকে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও মালয়েশিয়ায় আজ থেকেই রোজা শুরু হয়েছে।



thebgbd.com/NA