ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই কি ফিরছেন নেইমার?

এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরবেন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই কি ফিরছেন নেইমার? ব্রাজিলের প্রাথমিক দলে ফিরেছেন নেইমার।

লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। তবে সবার নজর থাকবে ২৬ মার্চ ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর দিকে। প্রথম লেগে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় এবার বাড়তি চাপ থাকবে ব্রাজিলের ওপর।


এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের ফেরার সম্ভাবনা। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি। উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরবেন তিনি।


ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁকে ৫২ জনের প্রাথমিক দলে রেখেছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে ৮ মার্চ, যেখানে দল নামিয়ে আনা হবে ২৩ জনে। নিয়মিত ম্যাচ খেলতে থাকা নেইমারের ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল। সম্প্রতি ৫০০ দিন পর তিনি পুরো ৯০ মিনিটের ম্যাচও খেলেছেন।


ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। চোট না থাকলে সে ম্যাচেই হয়তো ফিরবেন নেইমার, আর তা হলে ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বড় আকর্ষণ হয়ে উঠবেন তিনি।


thebgbd.com/NIT