গালতাসারের বিপক্ষে ম্যাচে তুর্কি রেফারিদের নিয়ে করা জোসে মরিনহোর মন্তব্যে জল গড়িয়েছে অনেকদূর। প্রতিপক্ষ গালতাসারে তো মরিনহোর বিরুদ্ধে বর্ণবাদ এবং তুর্কি জনগোষ্ঠির অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ফৌজদারি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিল। ক্লাবটি উয়েফা ও ফিফার কাছেও এই পর্তুগিজ কোচের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। তুর্কি রেফারি নিয়ে করা মন্তব্যের কারণে নিষেধাজ্ঞা ও জরিমানাও করা হয় মরিনহোকে। কিন্তু তার ক্লাব ফেনেরবাচের আপিলের প্রেক্ষিতে শাস্তি কমেছে এই পর্তুগিজ কোচের।
ফেনেরবাচের আপিল পর্যালোচনা করে কোচ জোসে মরিনহোর চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে অর্ধেক করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) গালতাসারের বিপক্ষে তার দলের গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে তুর্কি ম্যাচ অফিসিয়ালদের কঠোর সমালোচনা করেন। তার মন্তব্যের প্রেক্ষিতে টিএফএফ তাকে চার ম্যাচের নিষেধজ্ঞা ও ১.৬ মিলিয়ন টার্কিশ লিরা (৫৩ লাখ ৩৫ হাজার টাকা) জরিমানা করে। তার ক্লাবের আপিলের প্রেক্ষিতে জরিমানার পরিমানও কমেছে। ৫,৫৮৫০০ লিরা বা ১৮ লাখ ৬২ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে।
টিএফএফের দাবি অনুযায়ী মরিনহোকে এই শাস্তি দেয়া হয় তুর্কি রেফারির বিরুদ্ধে মানহানিকর এবং আক্রমণাত্মক বক্তব্য দেয়ায় । তার বিরুদ্ধে গোলমাল সৃষ্টি ও নৈরাজ্যের অভিযোগও আনে তুর্কি ফুটবলের অভিভাবক সংস্থা।
গত সোমবার সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ান স্লাভকো ভিনিচিচ। দুই ক্লাবের অনুরোধেই এদিনের ম্যাচে বিদেশি রেফারি রাখা হয়েছিল।
সেই ঘটনার পরদিন ফেনেরবাচে মরিনহোর পক্ষ নিয়ে এক বিবৃতিতে জানায়, তার মন্তব্যের পূর্বাপর ঘটনা বিবেচনায় না নিয়ে প্রচার করা হচ্ছে এবং মূল ঘটনাকে মনগড়াভাবে রংচং দেয়া হচ্ছে।
এদিকে, চেলসি, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচের বিরুদ্ধে গালতাসারে বর্ণবাদের অভিযোগ আনার প্রেক্ষিতে তিনি গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আদালতে অভিযোগ দায়ের করেছেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে মরিনহো আগামী ১৬ মার্চ শামসুনসপোরের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন। তুর্কি সুপার লিগে গালতাসারের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ফেনেরবাচে।
thebgbd.com/NIT