ঢাকা | বঙ্গাব্দ

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের একটি ক্লাস্টার শনাক্ত হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত ফাইল ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের একটি ক্লাস্টার শনাক্ত হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে একটি বিস্তারিত প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।


প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় এ পর্যন্ত পাঁচজন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই একটি নির্দিষ্ট এলাকায়, এক কিলোমিটারের মধ্যে বসবাস করতেন এবং গত দুই বছরে কেউই দেশের বাইরে যাননি। একই সময়ে তাদের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা ইঙ্গিত দেয় যে তারা একই সংক্রমণ চক্রের অংশ হতে পারেন।


আরও উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের মধ্যে একজনের দেহে ডেঙ্গু ভাইরাসও পাওয়া গেছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একসঙ্গে জিকা ও ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলো, যা জনস্বাস্থ্যের জন্য নতুন একটি সতর্ক সংকেত।


আইসিডিডিআর,বি জানিয়েছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনাগুলোর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই তথ্য নিশ্চিত করেছেন। জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক গবেষণার মাধ্যমে জানা গেছে, বাংলাদেশে পাওয়া জিকা ভাইরাসটি এশিয়ান লাইনেজের অন্তর্গত। এই স্ট্রেইনটি ২০১৯ সালে কম্বোডিয়া ও চীনে শনাক্ত হয়েছিল। গবেষণা বলছে, জিকা ভাইরাস সংক্রমিত হলে মাইক্রোসেফালি এবং অন্যান্য স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।


আইসিডিডিআর,বি আরও উল্লেখ করেছে যে বাংলাদেশের গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের প্রকোপ এখানে বেশি। অতীতে দেশটিতে চিকুনগুনিয়ার সংক্রমণও দেখা গিয়েছিল, আর এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো।


প্রসঙ্গত, ১৯৪৭ সালে উগান্ডার একটি বানরের শরীরে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। পরে, ১৯৫২ সালে এটি প্রথমবারের মতো মানুষের শরীরে ধরা পড়ে। এরপর এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো, জিকা ভাইরাসও এডিস মশার মাধ্যমে ছড়ায়। তবে, এটি আরও জটিল কারণ, সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। আক্রান্ত গর্ভবতী নারীর ক্ষেত্রে, শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি থাকে।


বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে জিকা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।


thebgbd.com/NIT