ঢাকা | বঙ্গাব্দ

সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।’
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এই মন্তব্য করেন।


নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।’


তিনি আরও বলেন, ‘সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।'


thebgbd.com/NIT