ঢাকা | বঙ্গাব্দ

আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়সহ ৩ প্রতিষ্ঠান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৩টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়সহ ৩ প্রতিষ্ঠান ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৩টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। রোববার (২ মার্চ) রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কাজীপাড়া বাজারে সেলিমের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এসময় ফুলহরি ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম দোকান ও সেলিমের মুদি দোকান পুড়ে যায়। 


রাতেই খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিএনপি অফিসে থাকা চেয়ার, টেবিল ও ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা কেউ সঠিক করে বলতে পারেনি। 


thebgbd.com/NA