ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি?

সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি জোরালো সমর্থন দিয়ে আরও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৩ মার্চ, ২০২৫
ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি? জেলেনস্কি, স্টারমার ও ম্যাক্রোঁ

রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও ব্রিটেন। তবে এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। রোববার ফরাসি দৈনিক ‘লে ফিগারো’কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানান। ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধবিরতি হলে তা মানা হচ্ছে কি না, সেটি যাচাই করাটা খুব কঠিন হবে। কারণ, রণক্ষেত্র এত বড় যে তা প্যারিস থেকে বুদাপেস্ট পর্যন্ত দূরত্বের সমান।


ইউক্রেনে শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যোগ দেন ম্যাক্রোঁ। সম্মেলনের পর এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স-ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থলসেনা মোতায়েন করা হবে ইউক্রেনে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের মাটিতে কোনো ইউরোপীয় সেনা থাকবে না।


ম্যাক্রোঁ বলেন, ‘এখন প্রশ্ন হলো, যুদ্ধবিরতির জন্য আমরা এই সময়টিকে কীভাবে কাজে লাগাব। আলাপ-আলোচনা করতেই কয়েক সপ্তাহ লেগে যাবে। তারপর শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সেনা মোতায়েন করা হবে। ফরাসি প্রেসিডেন্ট আরো বলেছেন, ফ্রান্স ও অন্য ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষায় আরো বেশি ব্যয় করতে হবে। ইউরোপীয় কমিশনকে প্রতিরক্ষা ব্যয়ের অর্থায়নে আরো উদ্ভাবনী হতে হবে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার দুই দিন পর লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি জোরালো সমর্থন দিয়ে আরও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড