ঢাকা | বঙ্গাব্দ

রমজান মাসে সহবাস করা কী জায়েজ আছে?

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
রমজান মাসে সহবাস করা কী জায়েজ আছে? ফাইল ছবি

রমজান মাসে দিনের বেলা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম এবং এটি রোজা ভঙ্গের অন্যতম বড় কারণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন—


“রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস হালাল করা হয়েছে... এখন তোমরা তাদের সঙ্গে মিলিত হতে পারো এবং আল্লাহ যে বস্তু তোমাদের জন্য লিখে দিয়েছেন, তা তালাশ করো।” (সুরা বাকারা: ১৮৭)


১. দিনের বেলায় সহবাসের শাস্তি


যদি কেউ ভুলে নয়, বরং ইচ্ছাকৃতভাবে রোজার দিনে সহবাস করে, তবে—


তার রোজা ভেঙে যাবে।


কাফফারা দিতে হবে: একটানা ৬০ দিন রোজা রাখতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে ৬০ জন গরিবকে খাওয়াতে হবে (সহিহ মুসলিম, ১১১১)।


২. রাতে সহবাসের অনুমতি


সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত স্বামী-স্ত্রী সহবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ফজরের আগে গুসল করে নিতে হবে, যাতে পবিত্র অবস্থায় রোজা শুরু করা যায়।


রমজানে দিনের বেলায় সহবাস করা হারাম এবং এটি করলে কাফফারা দিতে হয়। তবে রাতে (ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত) সহবাস করা বৈধ ও অনুমেয়।


thebgbd.com/NIT