ফরিদপুরের সালথায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহযোগী ছিলেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে জনসভার আয়োজন করা হলে, সেখানে হামলা চালানো হয় এবং শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পর সালথা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়, যেখানে গিয়াস উদ্দিন মাতুব্বরকে আসামি করা হয়।
thebgbd.com/NA