ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের মার্কিন সহায়তা বন্ধ

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বাক্-বিতণ্ডার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।
  • অনলাইন ডেস্ক | ০৪ মার্চ, ২০২৫
ইউক্রেনের মার্কিন সহায়তা বন্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। এর ফলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য কিয়েভের ওপর চাপ তীব্রভাবে বৃদ্ধি করবে। একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক্-বিতণ্ডার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।


কর্মকর্তা আরো বলেন, আমরা আমাদের সাহায্য স্থগিত এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে অবদান রাখে। সোমবার ট্রাম্প বলেন, এই ধরনের বিরতি এখনও আলোচনা করা হয়নি, তবে এর সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। তিনি আরো পরামর্শ দেন, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ছাড়া জেলেনস্কি খুব বেশি দিন থাকবেন না।


সূত্র: এএফপি


এসজেড