ঢাকা | বঙ্গাব্দ

স্কুলে ভর্তিতে কোটার আদেশ বাতিল

এই সিদ্ধান্তটি ৩ মার্চ ২০২৫ তারিখে একটি নতুন আদেশে জারি করা হয়, যা উপ সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষর করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০২৫
স্কুলে ভর্তিতে কোটার আদেশ বাতিল ছবি : সংগৃহীত।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করেছে। নতুন আদেশ অনুযায়ী, কোটা বাতিল করে প্রতি শ্রেণিতে ১টি অতিরিক্ত আসন সংরক্ষণ করা হবে, যা বিশেষভাবে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।


এই সিদ্ধান্তটি ৩ মার্চ ২০২৫ তারিখে একটি নতুন আদেশে জারি করা হয়, যা উপ সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষর করেছেন। নতুন আদেশ অনুযায়ী, প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট যাচাই করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।


পূর্বের আদেশে ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিতর্ক সৃষ্টি হওয়ার পর নতুন সিদ্ধান্তে কোটা বাতিল করে অতিরিক্ত আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।


thebgbd.com/NA